চারিয়া মির্জাপুর সারস্বত সংঘের পৌনমাসিক সংঘাধিবেশন ২৮/১১/২০২৫ ভোরের কীর্তন থেকে দীক্ষা দান পর্যন্ত এক অনন্য ভক্তিময় পরিবেশ
চারিয়া মির্জাপুর সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো পৌনমাসিক সংঘাধিবেশন। এই পবিত্র সংঘ আহ্বান করেন শ্রী শুভ দে। উক্ত মহৎ অনুষ্ঠানে আশীর্বচন প্রদান করেন পরম শ্রদ্ধেয় স্বামী অলর্নকান্দ সরস্বতী মহারাজ।
ভোরের আলো ফোটার আগেই শুরু হয় দিনের পবিত্র কার্যক্রম। ভোর ৪:০০ টায় প্রভাতী কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর ভোর ৬:০০ টায় নগর পরিক্রমা,
সকাল ৭:০০ টায় বাল্য পূজা এবং সকাল ৮:৩০ টায় দীক্ষা দান অনুষ্ঠিত হয়। দীক্ষা প্রদান করেন স্বামী অলকানন্দ সরস্বতী মহারাজ।
সকাল ১০:০০ টায় আহ্বানী সংগীত ও “ওঁ ব্রহ্মানন্দং” পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিনিধি সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রস্তাবক: শ্রী প্রদীপ চৌধুরী
সমর্থক: শ্রী জয় দত্ত
নির্বাচিত প্রতিনিধি সভাপতির মাধ্যমে ঠাকুর মহারাজকে মাল্য দানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান আরম্ভ হয়।
এরপর—
ঠাকুর মহারাজের বাণী পাঠ করেন: শ্রী নারায়ণ মজুমদার
গীতা পাঠ করেন: হারাধন শীল
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন: শ্রীমতী চম্পা চৌধুরী
উদ্বোধনী বক্তব্য রাখেন: শ্রী মিলন দেব
ভাব বিনিময় পর্বে বিনিময় করেন—
শ্রী অরুণ চৌধুরী, শ্রী প্রিয়রঞ্জন ধর, শ্রী শুভ দে, শ্রী সাবুল দত্ত, শ্রী অমরকৃষ্ণ দত্ত, শ্রী গৌতম চৌধুরী ও শ্রীমতী সংগীতা চৌধুরী।
ঠাকুর মহারাজের বাণী পাঠ করেন:শ্রী নারায়ণ মজুমদার
গীতা পাঠ করেন:হারাধন শীল
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন:শ্রী চম্পা চৌধুর
উদ্বোধনী বক্তব্য রাখেন:শ্রী মিলন দেব
ভাব বিনিময়:শ্রী শুভ দে
ভাব বিনিময়:শ্রী সাবুল দত্ত
ভাব বিনিময়:শ্রী অমরকৃষ্ণ দত্ত
ভাব বিনিময়:শ্রী গৌতম চৌধুরী
ভাব বিনিময়:শ্রীমতী সংগীতা চৌধুরী
সংগীত পরিবেশন করেন—
ঋষিক রায়, শ্রী দীপক ধর, অধ্যাপক শ্রী সুমন শীল ও শ্রী অপরূপ দত্ত।