অনুপ্রেরণা, কর্ম ও শ্রীগুরুর পথ
বৎস! সম্মুখে স্নিগ্ধ আলো বিকশিত। সে আলোতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি, সুতরাং আমার ও আমার বলিতে যারা আছে, তাদের আর জড়তার সময় নাই- সম্মুখে অসংখ্য কাজ। প্রতি ভাইকে হাতে ধরিয়া, কাঁধে করিয়া মায়ের কোলে তুলিয়া দিতে হইবে। রজোগুণের ধ্বংসে পৃথিবীব্যাপী সাত্ত্বিক গুণের বিকাশ অবশ্যম্ভাবী। মহাযুদ্ধের পর ধর্মরাজ্যস্থাপন প্রকৃতির অবশ্যম্ভাবী ফল; শ্রীগুরুর কার্য গুরুতররূপে বর্ধিত হইয়া চলিল। আর +অনুতাপ-অনুশোচনার সময় নাই। কেবল মা মা মা রবে মায়ের ছেলের স্বরূপ জানাও।